MayonsBd Reseller Terms & Conditions

MayonsBd Policy

Please read these terms carefully before becoming a reseller

Communication & Conduct Rules

  • MayonsBd এর যেকোনো রিসেলার অন্য রিসেলারকে বিনা অনুমতিতে ম্যাসেজ কিনবা কল দেওয়া যাবে না।
  • MayonsBd এর কোনো রিসেলারদের সাথে কোনো ধরনের টাকা-পয়সার বা যেকোনো সার্ভিস নিয়ে লেনদেন করা যাবে না।
  • MayonsBd এর কোনো এক্সেস বিনা অনুমতিতে কারো সাথে শেয়ার করা যাবে না।
  • মায়ন্স এর সাথে যুক্ত থাকাকালীন একজন রিসেলার অন্য কোনো রিসেলার নিতে পারবেন না।
  • ১৮+ ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না + কথা বলা যাবে না।
  • রাজনৈতিক বা ধর্ম বিরোধী কথা বলা যাবে না।
  • একজন রিসেলার অন্য রিসেলাকে অপমানজনক কথাবার্তা বলা যাবে না।
  • লাইভ ক্লাসে ৩ বারের বেশি অনুপস্থিত থাকা যাবে না।

Content & Marketing Rules

  • মায়ন্স এর কোনো ছবি বা ভিডিও WaterMark ছাড়া কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না।
  • ক্যাপশন কিনবা কমেন্ট বক্সে সরাসরি প্রডাক্টের দাম উল্লেখ করা যাবে না।
  • পেইজে কমপক্ষে ৯০ টি পোস্ট না থাকলে পেইজ প্রমোশন করা যাবে না। (একদিনে সর্বোচ্চ ৫-৮টি পোস্ট করতে পারবেন।
  • ৯০ টি পোস্ট থাকার পরও পেইজে কম্পক্ষে ৭ দিন কোনো পোস্ট না থাকলে পেইজ প্রমোশন করা হবে না।

Order & Payment Policies

  • ওয়েবসাইটে ভুল অর্ডার প্লেস করলে ৫০ টাকা কেটে রাখা হবে।
  • প্রডাক্ট এক্সচেঞ্জ ফি এর ক্ষেত্রে ৮০ টাকা পেয়মেন্ট করতে হবে।
  • আনবক্সিং ভিডিও ছাড়া কোনো প্রডাক্ট এক্সচেঞ্জ করা হবে না।
  • MayonsBd থেকে ভুল প্রডাক্ট সেন্ড করা হলে, কাস্টোমারকে পুনরায় সঠিক পন্য ডেলিভারি করা হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ MayonsBd বহন করবে।
  • কাস্টোমার প্রডাক্ট ডেমেজ করে রিটার্ন করলে সেই প্রদাক্ট এর দায়ভার MayonsBd নিবে না। রিসেলারকে সেই ডেমেজ প্রডাক্ট রিসিভ করতে হবে।
  • ডেলিভারি ম্যান এর সামনে প্রডাক্ট চ্যেক করা যাবে না। প্রডাক্ট খুলে রিটার্ন করলে রিসেলারকে সেই প্রডাক্ট রিসিভ করতে হবে।

Delivery & Return Policies

  • প্রডাক্ট প্রাইজের উপর ভিত্তি করে কাস্টোমার থেকে এ্যাডভান্স ডেলিভারি চার্জ নিতে হবে। যেমন কম্পক্ষে:
    • ১০০০ টাকায় ১২০টাকা
    • ১৫০০ টাকায় ১৫০ টাকা
    • ২০০০ টাকায় ২০০ টাকা
    • ৩০০০ টাকায় ৩০০-৫০০ টাকা

    (আপনি চাইলে নিজ থেকেও এ্যাডভান্স করতে পারেন। তবে এর কম হলে অর্ডার কনফার্ম করা হবে না)

  • কোনো প্রডাক্ট রিটার্ন আসলে রিসেলারকে ১৫০ টাকা রিটার্ন ফি কেটে নেওয়া হবে।
  • নিজে ভুল অর্ডার প্লেস করলে ৫০ টাকা কেটে নেওয়া হবে।

Membership & Subscription

  • VIP Reseller হতে এক মাসে লিডারবোর্ডে টপ ৩ এর মধ্যে থাকতে হবে। যার মেয়াদ থাকবে ৩ মাস।
  • VIP Reseller পেইড এক্সেস নিতে ৪৯৯ টাকা পেমেন্ট করে ৩ মাসের এক্সেস নিতে পারবে।
  • MayonsBd সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে ৭৪৯ টাকা পেয়মেন্ট করে রি-জয়েন করতে হবে।
  • Refer এর ক্ষেত্রে প্রতি রিসেলার পাবে প্যাকেজের উপর 10% কমিশন এবং নিউ রিসেলারের ওয়েবসাইটে ১০০ টাকা যুক্ত হবে।
  • মায়ন্স থেকে নিজে বের হলে পরবর্তীতে আবার নতুন করে জয়েন হতে হবে। সেক্ষেত্রে জয়েন ফি ৯৯৯ টাকা প্রদান করতে হবে।
  • মায়ন্স এর জয়েন হওয়ার সাথে সাথেই কোনো প্রকার ম্যানিব্যাক/ক্যাশব্যাক রিকোয়েস্ট গ্রহণযোগ্য নয়। কোনো কারণে ক্যাশবাক্স চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Administrative Policies

  • মায়ন্স এর এডমিন বা মডারেটরকে পার্সোনালি কোনো ম্যাসেজ বা কল দেওয়া নিষেধ।
  • ওয়েবসাইটে Withdraw Request পাঠানোর পর সর্বোচ্চ ২৪ ঘন্টার ভিতর পেয়মেন্ট সেন্ড করা হবে। তবে কোনো কারণে সমস্যা হলে ৪৮-৭২ ঘন্টা সময় নিতে পারে।
  • প্রতিটি রিসেলার MayonsBd এর সকল সিদ্ধান্ত গ্রহণে বাধ্য থাকবে।
  • MayonsBd কিনবা রিসেলিং নিয়ে কোনো অযুক্তিক বা মিথ্যা তথ্য ছড়ালে MayonsBd সাইবার ক্রাইম মামলা করতে বাধ্য থাকবে।

Product Quality & Liability

  • লো কোয়ালিটির প্রডাক্ট সেল করার ক্ষেত্রে নিজের রিস্কে সেল করাতে হবে। প্রডাক্টের কোনো সমস্যা হলে MayonsBd তার দায়ভার নিবে না।

Warning System

অনুগ্রহ করে সবাই মায়ন্স এর সকল নিয়ম মেনে চলবেন। কেউ রুলস অমান্য করলে তার একাউন্টে ওয়ানিং যুক্ত হবে। পর পর তিনটি ওয়ানিং যুক্ত হলে মায়ন্স থেকে কিক আউট করা হবে + সকল এক্সেস নিয়ে নেওয়া হবে।

সিরিয়াস কোনো ক্রাইম বা অপকর্মের সাথে জড়িত থাকলে MayonsBd সরাসরি কিকআউট করার অধিকার রাখে এর তার বিরুদ্ধে লিগেল একশন নিতে বাধ্য থাকবে।

Contact & Support

🔊 যেকোনো সমস্যা সমাধানে MayonsBd ফেইসবুক পেইজে মেসেজ করবেন।

⏱ Mayons এর অফিসিয়াল চ্যাট সাপোর্ট টাইম: 11:00AM To 11:59PM

🛑 প্রয়োজনে বা অপ্রয়োজনে MayonsBd এর এডমিন Badhon ভাইয়াকে ব্যক্তিগতভাবে ম্যাসেজ বা কল দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার একাউন্টে ওয়ানিং আসবে।

✅ রিসেলিং এ জয়েন হবার পর আর কোনো ধরনের পেমেন্ট করতে হবে না।

🌍 আমাদের লক্ষ্য MayonsBd ব্র্যান্ডকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার এবং একসাথে মিলে গ্রো করার।

ধন্যবাদ।

© Md Siful Islam Badhon

logo

Badhon's

World

🌟 Badhon’s World – Your Trusted Hub for Unique Products & Home Décor ✨ Delivering quality, reliability & happiness straight to your doorstep. 💼 Customer-first approach | 🚚 Fast delivery | 🏆 Trusted by thousands nationwide

Quick Links

About Business

Contact Us

Dokkhin Mugda, Bazar Mosjid, Hamid Tower
Dhaka, Bangladesh.

+8801906217274
+8801720127500
badhonsworld09@gmail.com
https://badhonsworld.com

©2025 Badhon's World, ALL RIGHTS RESERVED.

DEVELOPED BY Nahid Ahmed